বাবার কথা
আমার বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। তাঁর দাদা ইংরেজ আমলে স্বাধীনতার জন্য সংগ্রাম করতে গিয়ে ধরা পড়ে যান। উনি বহুদিন Andaman জেলে ছিলেন। তারপর তিনি Andaman থেকে Hijli জেলে ছিলেন। বাবা আত্মগোপন করে ছিলেন। ইংরেজরা বাবাকে খুঁজে পায় নি।
বাবাকে আমি হারিয়েছি আমার 1/2 মাস বয়সে। তাঁর স্মৃতি আমি বাবার পরিচিতজন দের কাছে পেয়েছি। বাবা একটি কলেজের অধ্যক্ষ ছিলেন। বাবার টাইপ এবং Short hand এ খুব ভালো speed ছিল। ইউনিভার্সিটি তে ভর্তি হবার আগে বাবার এবং এক কাকার তৈরী করা Institute এ টাইপ এবং Short hand শিখি। বাবা মৃত্যুর আগে রাইটার্স বিল্ডিং এ কাজ করতেন শুনেছি।
আমার বাবা যখন ওই দেশ থেকে এই দেশে আসেন তখন নিজের লেখাপড়ার জন্য খবরের কাগজ বিক্রি করতেন। উনি ছদ্মনাম ধরে খবরের কাগজে লিখতেন বলে শুনেছি। আমি যখন বড় হই তখন দেখেছি তাঁর trunk এ বহু বিদেশি বই। উনি সারাদিন লেখা পড়ার মধ্যে নিজেকে নিবিষ্ট রাখতেন।
No comments:
Post a Comment